খেলাধুলা ডেস্ক:

পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট পেলে। বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮২ বছর বয়সী এই কিংবদন্তি। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থেকেও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না।

ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসেই উত্থান পেলের। এই দলে খেলেই ফুটবলের রাজা হয়ে ওঠেন তিনি। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, জীবিত থাকতে পেলে ইচ্ছা পোষণ করেন যে, মৃত্যুর পর যেন তাকে সান্তোস ক্লাব স্টেডিয়াম প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। পেলের ইচ্ছা অনুযায়ী, আগামী ২রা জানুয়ারী তার মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলোয় অবস্থিত উরবানো কালদেইরা স্টেডিয়ামে। এর আগে আলবার্ট আইনস্টাইন স্টেডিয়ামে সমাহিত করার জন্য রীতি অনুযায়ী পেলের মরদেহ প্রস্তুত করা হবে।

সান্তোস এফসি কর্তৃপক্ষ জানিয়েছে, উরবানো কালদেইরা স্টেডিয়ামে ২৪ ঘণ্টা রাখা হবে পেলের লাশবাহী কফিন। সেখানে ভক্তরা তাকে শ্রদ্ধাজ্ঞাপনের সুযোগ পাবেন। এর পরদিন পেলের মরদেহ নিয়ে সান্তোসের রাস্তায় শেষ যাত্রা হবে।
এসময় পেলের শতবর্ষী শয্যাশায়ী মা সেলেস্তে আরান্তেসের নিকট ছেলের মরদেহ নিয়ে যাওয়া হবে। সবশেষে পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে শায়িত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!