ক্রাইম রিপোর্টার

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম কর্তৃক ১৪৫ ধারা জারি করা সত্ত্বেও স্থানীয় স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে কাগতিয়া মাদরাসার প্রধান প্রবেশমুখ বন্ধ করে জায়গা দখলের হীন উদ্দেশ্যে দেয়াল নির্মাণের কাজ এখনো চলমান
কাগতিয়া মাদ্রাসার প্রধান প্রবেশমুখ বন্ধ করে মাদরাসার নিজস্ব জায়গা জবর দখলের হীন উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে যে দেয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে তা জরুরী ভিত্তিতে বন্ধ করার জন্য গত ৪/৪/২০২৪ খ্রি. বৃহস্পতিবার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম উত্তর কর্তৃক ১৪৫ ধারা মতে নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের উক্ত আদেশ সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ রাউজান থানা প্রাপ্ত হয়ে রিসিভ কপি প্রদান করেন। অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কর্তৃক প্রদত্ত আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যায়ভাবে এখনো মাদরাসার চলাচলের প্রধান প্রবেশমুখে দেয়াল নির্মানের কাজ সন্ত্রাসীরা চালিয়ে যাচ্ছে। আদালত নির্দেশিত ১৪৫ ধারা মোতাবেক কাগতিয়া মাদরাসার প্রধান প্রবেশপথ বন্ধ করে মাদরাসার নিজস্ব জায়গা দখল করার ষড়যন্ত্রমূলক এই দেয়াল নির্মাণের কাজ আশু বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন মাদরাসা কর্তৃপক্ষ ও আপামর রাউজানের জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!