মোঃ রেজাউল করিম, চারঘাট উপজেলা প্রতিনিধিঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার সকল বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যত বাধাই আসুক সকল বাধাকে অতিক্রম করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামনের দিকে এগিয়ে চলেছে। পিছনে থেকে টেনে ধরে দেশের উন্নয়নের ধারাকে ব্যহত করতে কেউ পারবে না।

তিনি রোববার সকালে রাজশাহী স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলে।

চারঘাট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত দিন ব্যাপী স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এ সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

মেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, চারঘাট পৌর মেয়র একরামুল হক, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ আহমেদ বিপিএম (বার), চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক এস এ এম রফিকুন্নবী এবং বিভিন্ন আই সিটি কোম্পানির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।

সব শেষে রাজশাহী জেলার স্মার্ট নারী উদ্দোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষে অতিথি বৃন্দ চারঘাট উপজেলার শিবপুর এলাকায় শেখ রাসেল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!