ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন উল্লাপাড়ার কৃষকরা। আমন ঘরে তোলার পর প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এ বছর নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন কৃষকেরা।ইরি-বোরো চাষের গুরুত্বপূর্ণ সময় পৌষ-মাঘ। এ দুই মাস ইরি বোরো জমিতে ধানের চারা রোপণ করতে হয়।
চারা রোপণে এ সময়ের শৈত্য প্রবাহ ও কুয়াশা চাষীদের দমাতে পারে না। তাই সারাদেশের মত উল্লাপাড়ার কৃষকরাও ভোর থেকে শুরু করে  সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন।আবহাওয়া অনুকূলে থাকায় এবার বীজতলার কোনো ক্ষতি হয়নি। এবছর নিরাপদে ধান ঘরে তোলার জন্য উল্লাপাড়া কৃষকরা এবার আগাম বীজতলা তৈরি করে ছিলেন।তাই রোপণও শুরু হয় অন্য অন্য  বছরের তুলনায় অনেকটা আগে। উপজেলা জুড়ে এখন চলছে ধানের চারা রোপণের মহোৎসব। 
সলঙ্গার কৃষক আব্দুল খালেক বলেন, এবছর এক বিঘা জমিতে সারি সারি ও লাইন  করে  ইরি বোরো ধানের চারা লগিয়েছি কৃষি কর্মকর্তাদের পরামর্শক্রমে।  আশা করছি প্রতি বছরের তুলনায় এবছর অধিক ফলন পাবো। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উল্লাপাড়ায় এবছর বোরো ধান লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে  ৩০২৫০ হেক্টর জমি উৎপাদন লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে  -১৩২৪৯৫ মেট্রিক টন, অদ্যাবধি পর্যন্ত  রোপণ করা হয়েছে  -১০ হেক্টর ।
উল্লাপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, আগের বছরের তুলনায় এবছর কৃষকেরা সারি সারি ও লাইন  করে ধান লাগাতে ব্যস্ত রয়েছে। এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে আমাদের কৃষি কর্মকর্তারা কৃষকদের সহযোগীতা করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!