:
======================================

বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. রোজ রবিবার বেলা ০৩:০০ ঘটিকায় ডাক বাংলা প্রকাশনী, নব সাহিত্য প্রকাশনী, হরিৎপত্র প্রকাশনী, অনন্য প্রকাশন, অন্য প্রকাশ, ইচ্ছে স্বপ্ন প্রকাশনী, মনন প্রকাশন, সময়ের সুর প্রকাশন এবং সুলেখা লাইব্রেরী থেকে প্রকাশিত ১/ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ- শিশুতোষ কাব্যগ্রন্থ, ২/মুজিব শতবর্ষে শত কবিতা- কাব্যগ্রন্থ, ৩/ স্বাধীনতার অর্ধশত বার্ষিকীতে অর্ধশত কবিতা- কাব্যগ্রন্থ, ৪/ ৭১ স্মরণে ৭১ সংগীত- গানের লিরিক্স, ৫/স্বাধীনতার অর্ধশত বার্ষিকীতে অর্ধশত সংগীত- গানের লিরিক্স, ৬/ লাল সবুজে বঙ্গবন্ধু- কাব্যগ্রন্থ, ৭/ বাংলার মাটি- কাব্যগ্রন্থ, ৮/ অম্বুনিধির কনে- কাব্যগ্রন্থ, ৯/ অন্তর্জাল- কাব্যগ্রন্থ, ১০/ নীল চিরকুট- উপন্যাস, ১১/প্রেমের সমাধি- উপন্যাস, ১২/ ভালোবাসার নিশানা- উপন্যাস, ১৩/ভালোবাসার মহিমা- উপন্যাস ও গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. রোজ সোমবার বেলা ০৩:০০ ঘটিকায় মোড়ক উন্মোচন করা হয় ১৪/ ভালোবাসার নোনাজল- উপন্যাস, ১৫/ নীল প্রহরের চিঠি- উপন্যাস, ১৬/ খোকনের মেম সাহেব- উপন্যাস, ১৭/ জয়া ও সুরলা- ছোট গল্প, ১৮/ভালোবাসা, প্রেম ও বর্তমান অবস্থা- প্রবন্ধ, ১৯/ সায়রের ওপারে ফুল- যৌথ কাব্যগ্রন্থ, ২০/ হারিয়ে যাওয়া প্রাণয়- যৌথ কাব্যগ্রন্থ, ২১/ সাত সাগরের ওপারে- যৌথ কাব্যগ্রন্থ এবং আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. রোজ রবিবার বেলা ০৩:০০ ঘটিকায় মোড়ক উন্মোচন করা হয় ২২/ সায়মা- উপন্যাস, ২৩/ শারমিন- উপন্যাস, ২৪/ প্রেমের জ্যোতি- উপন্যাস, ২৫/ প্রেমের দরিয়া- উপন্যাস, ২৬/ পরিণতি- উপন্যাস, ২৭/ বেদনার রেখা- উপন্যাস, ২৮/ অনুরাগের পরিণতি- উপন্যাস, ২৯/ ভালোবাসার মোহনা- উপন্যাস, ৩০/ প্রেমের পরাজয়- উপন্যাস৷ ৩১/ বেদনার পাহাড়- ছোটগল্প, ৩২/ হারানো স্মৃতি- একক কাব্যগ্রন্থ, ৩৩/ ছড়ায় ছড়ায় আনন্দ- ছড়াগ্রন্থগুলো। কবি ও কথাসাহিত্যিক মো. আদিল মাহমুদ রচিত একক কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, সায়েন্স ফিকশন, রম্য রচনা, ছড়া, ছোট গল্প, গানের লিরিক্স, শিশুতোষ ছড়া, শিশুতোষ গল্পগ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করলেন উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি, গবেষক, সংগঠক, বহুগ্রন্থ প্রণেতা, বহু ভাষাবিদ, সম্পাদক, প্রাবন্ধিক, ছড়াকার, কলামিস্ট মাহমুদুল হাসান নিজামী, উদ্বোধক কবি ও সংগঠক শ ম দেলোয়ার জাহান, বিশেষ অতিথি কবি ও কথাসাহিত্যিক হাসিনা মমতাজ, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, কবি ও সংগঠক জেবুন্নেছা মিনা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, যুব মহিলালীগ, ঢাকা মহানগর দক্ষিণ, কবি ও কথাসাহিত্যিক মাহমুদা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, কবি ও কথাসাহিত্যিক লুসি নাহার, কন্ঠশিল্পী, স্বর্ণা ফ্যাশন, ডিজাইনার, কষ্টকবি, চারুকলা আর্টিস্ট, কবি ও কথাসাহিত্যিক মনজু খন্দকার, কবি ও সংগঠক নাসরীন ইসলাম, কবি ও কথাসাহিত্যিক হাসান মাহমুদ, কবি ও কথাসাহিত্যিক ড. আ ন ম এহছানুল মালিকী, সেকশন অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কবি ও সংগঠক মোঃ মজিবুর রহমান এবং অন্যান্য কবি-সাহিত্যিক প্রমুখ। সকল গুণিজন কবি ও কথাসাহিত্যিক মো. আদিল মাহমুদ রচিত একক বইগুলো হাতে পেয়ে কিছু অংশ লেখা পড়ে ভূয়সী প্রশংসা করেন এবং লেখকের ভবিষ্যতে কলম চলার পথকে সুগম করে উত্তরোত্তর সাফল্য ও সম্পৃক্ততা কামনা করেন। উক্ত বইগুলো অমর একুশে বইমেলা ২০২৩, সোহরাওয়ার্দী উদ্যানের নব সাহিত্য প্রকাশনী, অনন্য প্রকাশনী, হরিৎপত্র প্রকাশন, অন্য প্রকাশ, মনন প্রকাশন, ইচ্ছে স্বপ্ন প্রকাশনী, সময়ের সুর প্রকাশন, সুলেখা লাইব্রেরীতে পাওয়া যাবে। উক্ত বইগুলো পাঠকপ্রিয়তা পাবেন যা আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!