এস,এম,রুহুল তাড়াশী,
স্টাফ রিপোর্টার।

স্মার্ট প্রাণিসম্পদ স্মার্ট বাংলাদেশ। । স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৩ উদ্বোধন করলেন,
জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ৬৫ সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া।

উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার
সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ মোঃ নজরুল ইসলাম,পরিচালক রাজশাহী প্রাণিসম্পদ বিভাগ,
ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজগঞ্জ,
ডাঃ মোঃ হাবিবুর রহমান জেলা ট্রেনিং অফিসার সিরাজগঞ্জ,
উল্লাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শামীম আকতার,
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,
উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান (পান্না)। রিবলি ইসলাম কবিতা,
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে আসেন খামারীরা। মেলায় বিভিন্ন ধরনের স্টল বসে,ঔষধ কোম্পানি,আমান ফিড, সলপ ঘোলঘর,আরপি এগ্রো নিয়ে আসেন সাইলেজ প্রক্রিয়া।
মেলায় বিশেষ আকর্ষণ ছিল এই আই টেকনিশিয়ান বৃন্দ কর্তৃক আয়োজিত ” গাভীর দুধ পানকরানো “উৎসাহী ব্যক্তিবর্গ মেলা ঘুরে এসে দুধ পান করেন।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিচালক ডঃ নজরুল ইসলাম বলেন,
মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন করার জন্য পরামর্শ দেন তিনি। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!