নিজেস্ব প্রতিবেদকঃ যথাযথ মর্যাদা ও উৎসাহ – উদ্দীপনার মধ্য দিয়ে আগামী সোমবার (২১ নভেম্বর) সশস্ত্র দিবস উদযাপিত হবে।দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদ গুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি কামনা করে, ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

এ দিবসে, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, এক অভিনন্দন বার্তায় বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

নেতৃবৃন্দ বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সকল সদস্যরা আমাদের দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রাখছেন।জাতিসংঘের মাধ্যমে শান্তি রক্ষায় বিভিন্ন দেশে এই তিন বাহিনীর সদস্যরা, বাংলাদেশের মান মর্যাদা যেমন বৃদ্ধি করেছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিবছর সশস্ত্র দিবসে, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে আমাদের দলের যে আস্থা ও সম্মান জানান সেই জন্য এনডিপি পরিবারের পক্ষ থেকেও অভিনন্দন জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!