সাব্বির মির্জা স্টাফ রিপোর্টার

শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন বলেছেন, সিরাজগঞ্জে নির্মানাধীন বিসিক শিল্প পার্কে ৮২৯টি কারখানা স্থাপন করা হবে। বিশাল এ শিল্প পার্কে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় বিসিক শিল্প পার্কের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অনাকাঙ্খিত জটিলতার কারণে এ প্রকল্পের নির্মান কাজের বিলম্ব ঘটেছে। এ কারণে কাজের অগ্রগতি দেখার জন্যই এ পরিদর্শনে এসেছি। চার শত একর জমির উপর নির্মানাধীন এ প্রকল্পের কাজ ইতোমধ্যেই প্রায় ৮০% কাজ শেষ হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে প্লট বরাদ্দ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইতিমধ্যেই । এ প্রকল্পের কাজ শেষ হলে আগামী বছরের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিসিক শিল্প পার্কের শুভ উদ্বোধন করবেন।

পরিদর্শনকালে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিকের চেযারম্যান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ড. ফারক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আ.লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!