এসএম হান্নান শাহ ঢাকা ::

ইন্ডিয়া- বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন ও “শেরে-বাংলা এ.কে ফজলুল হক গবেষনা পরিষদ এর যৌথ প্রয়াসে সম্প্রতি গত- ৩ ডিসেম্বর বিকেল ৪টার সময় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তন ( শিল্পকলা একাডেমি সংলগ্ন) সেগুন বাগিচা ঢাকায়। ভারত-বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা দুই বাংলার সম্প্রীতির মিলন মেলা ও বরেণ্য শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্টান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। এতে মো.মঞ্জুর হোসেন ঈসার উপস্থাপনায়,আর.কে রিপনের সার্বিক পরিচালনায় শেরে-বাংলা এ.কে ফজলুল হক গবেষনা পরিষদ এর উপদেষ্টা ও শেরে-বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্টানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এর কাছ থেকে এবং বাংলাদেশ-ভারত ইন্ডিয়া ফ্রেন্টশীপ এসোশিয়নের সহ-সভাপতি বাবু অজয় দেব নাথের উপস্থিতিতে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংঙ্গীতে বিশেষ অবদানে আজমা সুরাইয়া শিল্পী ভুয়শী প্রশংসিত হয়ে তিনি কৃতিত্বের সহিত বাংলাদেশ ভারত মৈত্রী সম্মাননা-২০২২”সরাসরি গ্রহন করেন। অপরদিকে জাতীয় এই মহতি অনুষ্টানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংঙ্গীত জগতের সফল ও শ্রেষ্ট সংঙ্গীত শিল্পী হিসেবে বিশেষ অবদানে আজমা সুরাইয়া বাংলাদেশ- ভারত মৈত্রী সম্মাননা- ২০২২’ পাওয়ার খবরে সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের সর্বত্রে অভিনন্দন অব্যহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!