মোঃ নাজমুল হুদা, লামাঃ

বান্দরবানের লামায় উপজেলায় সরই ইউনিয়নের কম্পোনিয়ায় রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। সেক্ষেত্রে এ বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে দারস্থ হচ্ছেন তারা।

সরেজমিনে জানা যায়, লামার সরই ইউনিয়নের কম্পোনিয়ার ৬নং ওয়ার্ড এ লামা সুয়ালজ সড়ক কম্বনিয়া হতে পূর্ব চাম্বি উন্নয়ন পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ড এর এলজিআরডি বাস্তবায়নে ১৬.০১.২০১০ ইং, ভিত্তি প্রস্তর হয়ে নির্মাণ হওয়ার পর বর্তমানে বহু মানুষ ও যান চলাচল করছে এ রাস্তা দিয়ে।
কিন্তু এ মেইনরুট হতে চৌ রাস্তার মাথায় গত এক বছরের মধ্যে স্থানীয় মসজিদ কমিটির নাম দিয়ে দুই একজন লোক দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে।

সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা বদন মিয়া ও মিলন হোসেন জানান, এভাবে সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করায় মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। এটি উচিত হয়নি।

আরও মোঃ রফিকুল ইসলাম জানান, অপরিকল্পিত স্থাপনার কারনে চৌমুহনী রাস্তায় দূর্ঘটনা হচ্ছে।
দেলোয়ার হোসেন বলেন, আমাদের রাস্তাটি ভবিষ্যতে আরও বড় হলে তাহলে দক্ষিণ -পশ্চিম পাড়ে খালি রাখা দরকার ছিল।

দোকানদার মেহেরাজ উদ্দীন বলেন, এটি মসজিদ কমিটি নির্মাণ করেছে, এতে ভাড়া নিয়েছি।

মসজিদ কমিটি সহ সভাপতি বাবুল মিয়া বলেন, আমরা কোন রাস্তার জায়গা দখল করিনি, দোকান ঘরের জায়গা এটি চৌহদ্দি মধ্যে আছে।

স্থানীয় ইউপি মেম্বার বলেন, মোঃ নাছির উদ্দীন বলেন, এ জায়গার নিয়ে বির্তক ও বিরোধ রয়েছে।

লামা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ মাহফুজুল হক বলেন, আমাদের সরেজমিনে গিয়ে দেখতে হবে, আর যদি রাস্তার মধ্যে দোকান নির্মাণ করলে প্রসস্থ করলে ভেঙ্গে ফেলতে হবে। ফলে তাদেরই ক্ষতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!