রাউজানে প্রতিনিধি

পাঠ‍্যপুস্তক উৎরাউজান প্রতিনিধি” নতুন বছর নতুন দিন,নতুন বইয়ে হোক রঙিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পাঠ‍্যপুস্তক উৎসব দিবস-২০২৩ এর দেশব‍্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১লা জানুয়ারী রবিবার সকালে রাউজান আর আর এ সি মডেল সরকারি উচ্চ বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ‍্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস,বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ, একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র মজুমদার। বিদ‍্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অজিত কুমার বড়ুয়ার পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী, মোশারফ হোসেন চৌধুরী, মাওলানা জসিম উদ্দিন, স্বপ্না রাণী চৌধুরী, জেসমিন আক্তার, মুনমুন আক্তার, শিপ্রা দে, পূজা দাশ সহ বিদ‍্যালয়ের অন‍্যন‍্যা শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অপরদিকে একই দিন সকালে রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ‍্যালয়ের ব‍্যবস্থাপনায় পাঠ‍্যপুস্তক উৎসব দিবস -২০২৩ বিদ‍্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার। বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাদির আহম্মদ, আব্দুল কুদ্দুস, বিদ‍্যালয় পরিচালনা পরিষদের সহ সভাপতি আবুল মনছুর চৌধুরী, বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই,মিন্টু দাশ,মাওলানা হাবিবুল হোসাইন, মোহাম্মদ রাজিব, মোহাম্মদ রাশেদ সহ অন‍্যন‍্যা শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ২০২৩ এসএসসি পরীক্ষার্থীদের জন‍্য শুভকামনা জানিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!