নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাও উপজেলার ইয়াবা সম্রাট শাকিল ধরা ছোঁয়ার বাইরে। দীর্ঘদিন ইয়াবা সিন্টিকেট নিয়ন্ত্রণ করে ডাম্পারের হেলপার থেকে কোটিপতি বনে যায় ইয়াবা সম্রাট শাকিল। এক সময় পুলিশ আটক করে তাকে ছেড়ে দিয়েছে অদৃশ্য শক্তির জোরে। ঈদগাঁওর ইয়াবা সম্রাট শাকিলকে গ্রেফতার করতে এলাকাবাসী প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মেহের ঘোনা এলাকার রিক্সা চালক জলালের ছেলে শাকিল ৪ বছর আগে ডাম্পারের হেলপারি করত। এ সময় ইয়াবা কারবারিরা তাকে ইয়াবা বাহক হিসেবে ব্যবহার করে। এর থেকে চালাক শাকিল পরিচয় হয়ে যায় টেকনাফ- কক্সবাজারের ইয়াবা কারবারিদের সাথে। এরপর সে ডাম্পারের হেল্পারি ছেড়ে দিয়ে ঈদগাঁও বাসস্ট্যান্ডে ইসলামিয়া শপিং কমপ্লেক্সে মোবাইল সার্ভিসিংয়ের দোকান খোলে । মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে শুরু করে জমজমাট ইয়াবা বানিজ্য। টেকনাফ- কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সারা দেশে পাঠায় ইয়াবার বড় বড় চালান। ঈদগাঁও উপজেলার ইয়াবা ডন হিসাবে পরিচিত লাভ করে।সে প্রচার করে বেডায় তার পেছনে ঘুরে সরকারী দলের অনেক নেতা কর্মীরা । প্রায় বছরখানেক আগে এ ইয়াবা ডনের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালান ঈদগাঁও থানার তৎকালীন এস আই ছিদ্দিক আহমদ। তার দোকানে ইয়াবা চালানের ১৭ কোটি ২০ লক্ষ টাকার হিসাব সহ তাকে আটক করা হয়েছিল। মোটা অংকের টাকা এবং রাজনৈতিক তদবিরে রাতের অন্ধকারে তাকে থানা থেকে ছাড়িয়ে নেয়া হয়। এরপর সে আরো বেপরোয়া হয়ে ওঠে। হাত মিলাতে শুরু করে আন্তর্জাতিক মাফিয়া চক্রের সাথে বিভিন্ন সময় দোবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাড়ি জমায়। ২/৩ মাসের বেশি কোথাও অবস্থান করে না। কোটি টাকার, জায়গা, গাড়িবাড়ির মালিক বর্তমানে ইয়াবা শাকিল। তার ব্যাংক একাউন্ট জব্দ করলে কোটি টাকার হিসাব মিলবে বলে দাবি করেন স্থানীয়রা। এলাকার লোকজন জানান , শাকিল ডাম্পারের হেলপার থেকে ইয়াবা ব্যবসা করে কোটিপতি এটা সবাই জানে। নতুন করে বলার কিছু নেই। সে এলাকার পরিবেশ এবং যুব সমাজ কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এলাকাবাসী সরেজমিনে তদন্ত করলে সত্যতা মিলবে বলে নিশ্চিত করেন। এ ব্যাপারে অভিযোগ উঠা শাকিলের সাথে কথা হলে এ ঘটনা সত্য নয় বলে দাবি করে তবে তার কোটি টাকার উৎস কোথায় জানতে চাইলে তিনি কোনো উত্তর দেয় নাই। এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবিরের সাথে কথা হলে বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
সচেতন মহল ইয়াবা সম্রাট শাকিলকে গ্রেফতার করতে র্যাব-১৫ এর হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!