সেলিম চৌধুরী, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার , পিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে ‘পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ, মজুদ ও সার্বিক মূল্য পরিস্থিতি সহনীয় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।২১ মার্চ ২০২৪ খ্রি. বাদ ইফতার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), জনাব উত্তম কুমার পাল। পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ আবু বকর সিদ্দীক। উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান। উপ-পুলিশ কমিশনার (অপরাধ), জনাব মোঃ আবু মারুফ হোসেন। পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), জনাব মোঃ মেনহাজুল আলম। পিপিএম-সেবা ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। জনাব আজাহারুল ইসলাম, উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়। জনাব মোঃ আকবর আলী, প্রেসিডেন্ট, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রংপুর। জনাব মোঃ রেজাউল ইসলাম মিলন, সভাপতি, রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। জনাব মোঃ এনামুল হক, সোহেল, সভাপতি, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, রংপুর শাখা, রংপুর সহ জেলা মটর মালিক সমিতি। রংপুর মহানগর এলাকার হোটেল মালিক সমিতি। দোকান মালিক সমিতি ও বাজার কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ, মজুদ ও সার্বিক মূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিশদ আলোচনা হয়। আলোচনা সভায় প্রত্যেক বক্তা খাদ্য উৎপাদনের পর হতে বিপণ, আমদানি, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে সব ধরনের মনিটরিংয়ের কথা উল্লেখ করেন। সে লক্ষ্যে উপস্থিত সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য সাধারণের নাগালের মধ্যে রাখাতে নিজ নিজ অবস্থানে থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!