তরিকুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ৩ টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মহোদয়। এর আগে পীরগঞ্জ উপজেলা চত্তরে জেলা পুলিশ, রংপুরের একটি সুসজ্জিত দল মাননীয় স্পীকার মহোদয়কে গার্ড অব অর্নার প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর; জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, পুলিশ সুপার, রংপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; জনাব এ এস এম তাজিমুল ইসলাম শামীম, মেয়র, পীরগঞ্জ পৌরসভা; উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ, রংপুর; অফিসার ইনচার্জ, পীরগঞ্জ থানা, রংপুর; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ; জনপ্রতিনিধি; রাজনৈতিক নেতৃবৃন্দ; সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!