তরিকুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

শনিবার (১৩ এপ্রিল) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জে চিলাহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে স্যার খতিবর রহমান স্মৃতি পরিষদ- এর উদ্যোগে মরহুম স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত খতিবর রহমান স্যার-এর প্রাক্তন শিক্ষার্থীরা পুরো অনুষ্ঠানটির আয়োজন করে।
ঐদিন সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। ১২ টার পরে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এতে স্যারের প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে অনেকে স্মৃতি চারণ করে, স্মৃতি চারণ করতে গিয়ে সবাইকে আবেগ আপ্লূত হতে দেখা যায়। সবার বক্তব্যে একটি কথাই বার বার উচ্চারিত হয় স্যার আমাদের অভিভাবক ছিলেন, আমাদের পরম বন্ধু ছিলেন, সবাইকে সন্তানের মত ভালো বাসতেন তিনি। বক্তারা বলেন, তিনি বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন। আজ আমরা অনেকেই ভালো অবস্থানে আছি। কিন্তু স্যার দেখে যেতে পারলেন না। ছাত্ররা স্যারের জন্য দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোকরাভাষা তহিবন নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব এ এফ এম মহসিন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুর রহিম( সাবেক প্রধান শিক্ষক ,বড়শশী উচ্চ বিদ্যালয়), জনাব মো:সফিয়ার রহমান ( শিক্ষক, বালাপাড়া বিএল গার্লস স্কুল), জনাব মো: হাশেম আলী (সহকারী শিক্ষক,টোকরাভাষা তহিবন নেছা উচ্চ বিদ্যালয়), জনাব মো: হারুন অর রশিদ ( চেয়ারম্যান, ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদ), জনাব মো: মোতলেবুর রহমান (খতিব, উত্তর সরকারপাড়া জামে মসজিদ)।
স্যারের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মো: আবু বকর সিদ্দিক (সহকারী জজ,ঠাকুরগাঁও),
জনাব উদয় কুমার সিংহ (এক্সটেনশন অফিসার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা), জনাব মো: আজিজুর রহমান ( অফিসার,জনতা ব্যাংক পিএলসি), জনাব মো: ফারুক হোসেন (সাব- রেজিস্ট্রার, ভূমি জরিপ অধিদপ্তর), জনাব মো: আপেল(এস আই, বাংলাদেশ পুলিশ), জনাব
মো: বাদশা আলী খান ( শিক্ষক, নাওতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়), জনাব মো:ইসলামুল হক মনু ( প্রধান শিক্ষক,মেমোরিয়াল স্কুল,ভাউলাগঞ্জ)। এছাড়াও স্যারের শুভাকাঙ্ক্ষীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!