এস কে সাজেদুল হক স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটের চিতলমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বাঙালি সাংস্কৃতির অনুষঙ্গ বর্ষবরণ উদযাপনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। ঢাক আর ঢোলের তালে তালে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বকুল তলা হয়ে একই স্থানে এসে সমবেত হয়। এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) বেতবতী মিস্ত্রী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা পেশা শ্রেনীর মানুষ।

এছাড়া উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অতীতের ভুলক্রটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি আর সমৃদ্ধির প্রত্যাশায় বাংলা নববর্ষ উদযাপন ১৪৩১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বাদ্যের তালে তালে মঙ্গল সোভাযাত্রা ও জাতীয় সংঙ্গীত শেষে শেখ হেলাল উদ্দীন শিশু পার্কে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!