মোঃ রেজাউল করিম, চারঘাট উপজেলা প্রতিনিধিঃ

“রুখবো দূর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে ৩ দিন ব্যাপী দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দূর্নীতিদমন কমিশন ও উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে ৩ দিন ব্যাপী দূর্নীতিবিরোধী প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানজুরা মুশারফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি সাইফুল ইসলাম বাদশা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কারিগরি সহযোগিতায় ছিলেন কে.এম. জুবায়ের ইসলাম, অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শফিউল ইসলাম, জাইকা প্রতিনিধি জাকিয়া সুলতানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আকরাম হোসেন ও প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দূর্নীতিবিরোধী প্রতিযোগিতার সমাপনী দিনে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বন কিশোর উচ্চ বিদ্যালয় রানার আপ এবং বন কিশোর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এন এস সাদিয়া আফরিন শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে পুরস্কৃত হয়।

সবশেষে বির্তক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!