সাব্বির মির্জা স্টাফ রিপোর্টার

 সিরাজগঞ্জের শাহ্‌ সূফি খাজা বাবা ইউনূস আলী এনায়েতপুরী (রঃ) এর ১০৮তম বাৎসরিক ওরশ শরীফ উপলক্ষে এনায়েতপুরে ৫০টি গ্রামের ৩ লক্ষাধিক মানুষের মাঝে  চলছে উৎসবের প্রস্তুতি। ধর্মীয় এ মহাসমাবেশ উপলক্ষ করে এ থানার প্রতিটি বাড়িতে নায়রে ঝি-বেটি, দুলাভাই তথা আত্মীয়-স্বজনদের এনে হবে শীতের পিঠা-পুলির নবান্ন উৎসব। এ ওরশের ১০৮তম ঐতিহ্যের মেলাকে ঘিরেও আগ্রহ যমুনা পাড়ের টাঙ্গাইল, পাবনা, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ জেলাবাসীর। ঈদের পরেই এলাকায় স্থান পাওয়া আগামী পহেলা মার্চ থেকে শুরু হতে চলা সপ্তাহব্যাপী এ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে চলছে তাই সবার মাঝেই উৎসাহ-উদ্দীপনা। জানা যায়, খাজা ইউনূস আলী এনায়েতপুরী (রঃ) মুলত রাসুলুল্লাহ (সাঃ) এর বংশধর। ইসলামের শান্তির বাণী প্রচারের জন্য ইয়েমেন থেকে তাদের বাংলায় আগমন হয়। ১৯১৬ সালে এনায়েতপুর দরবার শরীফে তার কয়েকজন ভক্তের পরামর্শে স্বল্প পরিসরে কয়েকশ’ অনুসারী নিয়ে ধর্মীয় জিকির-আজগার, আলোচনা, হাম্‌দ-নাত, গজল পরিবেশনের মধ্য দিয়ে ইসলামের আদর্শে জীবন পরিচালনার আহ্বানের ওরশ মোবারক শুরু হয়। তার মানবিক কল্যাণকর কাজ সবার মাঝে দৃষ্টি কাড়লে দেশের সর্বত্র ও ভারতের আসামে সুনাম ছড়িয়ে পড়ে। এরপর হতে সম্মিলিত উদ্যোগ, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতি বছরই তার দেশ-বিদেশের অনুসারী লাখ-লাখ জাকের নারী-পুরুষ ভক্তদের অংশগ্রহণ এনায়েতপুর পাক দরবার শরীফে বাৎসরিক ওরশের মাধ্যমে দেশের বৃহৎ ধর্মীয় মহাসমাবেশ হয়ে আসছে। এবছরও ১লা মার্চ ১৬ই ফাল্গুন হতে ১০৮তম এই বাৎসরিক ৩ দিনব্যাপী ওরশ ও মেলা নিয়ে জেলাবাসীর রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!