তুমি কাহারে কটাক্ষ করিতেছো বারবার ?

ভাবিয়া দেখরে বাছা !

তোমা তুল্য, যোগ্য সম স্বল্প কি তব তাহার ?

ওরে অবোধ, নির্বোধ ,

এখনো চাহিয়া দ্যাখো !

হৃদয়ে ধ্বনি বিবেকের বাণী দংশিছে নিরবধি !

অস্থির তুমি, ভাবলেশমতি কুঞ্চিত তোমার পরান ।

আপন মাঝে আপনারে খোঁজো, অন্যের বেগবান;

অট্টহাসির মাতোয়ারায় ভৎসনা করো যাহারে ,

তাহার দৃষ্টি সত্য সরল ,

পারিবে কি ছুঁতে তাহারে ??

ওরে পাপী, ওরে তাপি, হৃদয় চক্ষু খোলো ।

দৃষ্টি তব সুন্দর করো, পুষ্প গুলো ঝড়ো ।

কাহারে তুমি বড় ভাবিয়া কাহারে হেনো করো ?

কাহারে তুমি মাথায় তুলিয়া অন্যের ভুল ধরো ?

আমি কষ্টে জরাজীর্ণ ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ –

অবাস্তব ভাবনা তোমার !

আমার আকাশেও চাঁদ উঠে, নিমিষেই ভোর হয়,

সূর্য ওঠে। দুর্বা ঘাসের মুক্তো ছড়ানো শিশির,

আমার পায়ের স্পর্শ চায় ।

মূর্খ মানব তুমি ।

তোমার জন্য অবশিষ্ট আমা হৃদয়ে শুধু করুণা টুকু ।

ভাবছো তুমি শূন্য আমি!তুমি পরিপূর্ণ ?

সত্যি না হয় হলেম আমি,

আস্ত বড় মস্ত একটা শূন্য!

তুমি গিরগিটির ওই রং বদলাও।

তুমি গোলক ধাঁধা ।

তবু তুমি সুখী হও,

কে দেয় তোমায় বাঁধা??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!