সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামবাসী অতর্কিত হামলা চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানকে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্প নির্মাণের লক্ষ্যে আজ রোববার (২১ আগস্ট) সকালে আমি ও এসিল্যান্ড সরেজমিন পরিদর্শনে যাই। এ সময় এলাকার উশৃঙ্খল কিছু উঠতি বয়সী যুবক ও মহিলারা পথরোধ করে ও অশালীন আচরণ করে৷ একপর্যায়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এসিল্যান্ডের মাথা ফেটে যায়।

দ্রুত এসিল্যান্ডকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: