
রাউজানে হলদিয়া ঈমাম হোসাঈন (রাদঃ) স্মৃতি সংসদের ব্যাবস্থাপনায় আজিমুশশান সুন্নী সম্মেলন সম্পন্ন
এম,দিদারুল আলম রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
আজকের মুসলমানদের সন্তানের কালচার ইহুদী নাসরার অনুরসরণ করছে , সন্ধ্যায় আপনার সন্তান পড়ার টেবিলে না মোবাইল নিয়ে বাহিরে কোথায় কার সাথে কি করছে সে দিকে খেয়াল রাখা আপনি একজন পিতা হিসেবে আপনার নৈতিক দায়িত্ব। আজ অভিভাবকের, সমাজের, প্রতিবেশীর আয়ত্বের বাহিরে যুব সমাজ, এদের নিয়ন্ত্রিত করা আপনার আমার ঈমানী দায়িত্ব। গত ২২শে অক্টোবর শনিবার রাউজানে হলদিয়া হযরত ঈমাম হোসাইন রাঃ স্মৃতি সংসদের ব্যাবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশশান সুন্নী সমাবেশে বক্তারা একথা বলেন, সংগঠনের সভাপতি মাষ্টার মুহাম্মদ হাছানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ মাদ্দাজিল্লুহুল আলি, মাহফিলে আল্লামা ইদ্রিস আনসারির সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা সোলায়মান আলী রিজভী, এতে উদ্ভোধনী বক্তব্য রাখেন ঈমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুহাম্মদ আবু আহম্মদ, এতে বিশেষ বক্তা ছিলেন বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট সংগঠক আল্লামা জাফর আলম নুরী, বিশেষ আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ সাইদ উল্লাহ ফতেপুরি ৷ বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা দিদারুল আলম আলকাদেরী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা নুর মুহাম্মদ সওদাগর, আজিমুশশান সুন্নী সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল আলী রিজভী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জালাল উদ্দীন আত্তারী, মাওলানা আবুল বশর, হাফেজ মুহাম্মদ সেলিম রেজা, মাওলানা মুহাম্মদ হোসেন, পরিশেষে মাওলানা দিদারুল আলম আলকাদেরীর মিলাদ-কেয়াম শেষে সভাপতির সমাপনি বক্তব্য ও আখের মোনাজাতের পর পর তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। এসময় সম্মেলনে আগত মেহমানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হযরত ঈমাম হোসাঈন রাদিআল্লাহু স্মৃতি সংসদের সভাপতি মাষ্টার মুহাম্মদ হাছান, সহ সভাপতি ইকবাল হোসাইন, এম,বেলাল উদ্দীন, মুন্না, রমজান আলী, নেজাম উদ্দীন, জসিম উদ্দিন, আজগর আলী ইদ্রিস, ইউনুছ,রিপাত,সাইম ও আজম প্রমুখ