
নিউজ ডেস্কঃ
সঠিক বিচারের দাবিতে ও নিজের অধিকার আদায়ের জন্য এক নারীর করূন আর্তনাদ”। শারীরিক সম্পর্ক
করে এবং কোর্ট এভিডেভিডের মাধ্যমে বিয়ে করে দীর্ঘদিন মেলামেশা করে এক নারীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে শাহিন সরকার রঞ্জু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে ওই ভুক্তভোগী নারী আদালতে মামলা করার পর ন্যায় বিচারের আশায় আছেন । অবশেষে জীবনের নিরাপত্তা ও সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ওই নারী।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারের ভাড়া বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এসব অভিযোগ করেন।
শাহিন সরকার রঞ্জু রাজশাহী তানোর উপজেলার সদর এলাকার মৃত মনিরুউদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে ওই নারী লিখিত অভিযোগে জানান,
তানোর উপজেলার তানোর পাড়ার সাইন সরকার রন্জু বাড়ির সামনে ঘরভাড়া থাকা অবস্থায়, শাহিন সরকার রঞ্জু ঘরে একা পেয়ে জোরপূবক ধর্ষণ করে ওই নারীকে, পরে ধর্ষণ মামলা থেকে রক্ষার জন্য
পরে বিভিন্ন প্রলোভন দিয়ে বিয়ে করে ওই ধর্ষক। উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া নিয়ে তার সাথে ঘর সংসার শুরু করে। শাহিন সরকার রন্জুর বাড়িতে স্ত্রী অধিকার নিয়ে যাওয়ার জন্য চাপ দিলে বিভিন্ন ধরণের তালবাহানা করে এবং বিয়ের সকল বিষয় অস্বিকার করে সটকে পড়ে।
আমি নিরুপায় হয়ে রাজশাহী আদালতে স্বামীর অধিকার দাবিতে মামলা করে এবং, নওগাঁ নারী শিশু আদালতে ধর্ষণের মামলা করে তার সুষ্ঠু বিচার অবেক্ষায় রয়েছেন।
এবিষয়ে শাহিন সরকার রঞ্জুর সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তার মতামত নেওয়া সম্ভব হয়নি ।