মোহাম্মদ নোমান কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এক যুবকের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি ছমিরাঘোনা এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাকিল। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা যায়। মহেশখালী হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, কালারমারছড়ার ছমিরাঘোনা এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাকিল ও ফেরদৌস এর লোকজনের মধ্যে জমি ও সীমানা সংক্রান্ত বিরোধ ছিলো দীর্ঘদিনের। এ নিয়ে আজ ৮ অক্টোবর দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। উক্ত ঘটনায় মোহাম্মদ ফেরদৌসের নেতৃত্বে ৪-৫ ভাই মিলে শাকিলের উপর চরম ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে, এক পর্যায়ে তার একটি হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে সন্ত্রাসী বাহিনী ফেরদৌস ও তার সিন্ডিকেট। পরে আহত অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বিকেলে আহত শাকিলকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মীর আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনার বিষয়ে কেউ এখনও থানায় অবগত করেনি, তবে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলের গিয়েছে। মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বিষয়টি তড়িৎভাবে তদরকি করছেন। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!