সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে ইসলামী সংগঠন হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ অক্টোবর ) রাত ৮টায় স্থানীয় ফানসী রেস্টুরেণ্টে সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখা ওই মতবিনিময় সভার আয়োজন করে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদ কেন্দ্রীয় উপ কমিটির মোঃ জাহাঙ্গীর, জাকির হোসেন, সাফেদ আলী। সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দি বাংলাদেশ টুডে ও দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি এ কে মিলন আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি বাবু কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোমণির জেলা প্রতিনিধি মোঃ উস্তার আলী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি কে এম শহিদুল,প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী খবর জেলা প্রতিনিধি মোঃ ফরিদ মিয়া, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দপ্তর সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, নির্বাহী সদস্য ও মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ আবু হানিফ, নির্বাহী সদস্য আবু জাহান তালুকদার, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি মোঃ বাবুল মিয়া, দৈনিক ডেসটিনির প্রতিনিধি বিপলু রজ্ঞন দাস, প্রমুখ। বক্তারা বলেন হেযবুত তওহীদ প্রতিষ্ঠাকালীন স্মৃতিচারণ করে প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, হেযবুত তওহীদ ধর্মীয় রাজনীতির ঘোরতর বিরোধী। পবিত্র আল কোরআন ও শরা-শরিয়ত মোতাবেক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে। মূলত এটা সামাজিক একটা সংগঠন।তিনি আরও বলেন, প্রতিষ্ঠার ২৭ বছরে হেযবুত তওহীদের কোন নেতাকর্মী কোন ধরনের রাষ্ট্রবিরোধী অপরাধ ও সামাজিক অন্যায় করেনি। অথচ বার বার হেযবুত তওহীদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়। যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত সুবিচার চান হেযবুত তওহিদের কর্মীরা। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!