প্রেস বিজ্ঞপ্তি:

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবসহ পুরো বাংলাদেশ। সালাম-বরকত-রফিক জব্বার-শফিউলদের আত্মত্যাগের কথা ভুলে যাননি কেউ।

২১ শে ফেব্রুয়ারি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদ ও ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সদর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েক আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নোমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান খান রাহাত, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা, সদস্য মোঃ সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফুল্লাহ নূরী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষাসৈনিকদের। তাঁদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।

তিনি আরো বলেন, আমি বাংলায় কথা বলি, আমি একজন গর্বিত বাঙালি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমি গর্বিত আমার ভাষা বাংলা বলে।
উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাব ২০২১ সালের ১৪ ডিসেম্বর থেকে নীতি নৈতিকতাকে সাথে নিয়ে পেশাদারিত্বকে সমুন্নত রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!