
লালপুর (নাটোর )প্রতিনি: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ,রুইগাড়ি উচ্চ বিদ্যালয় বনাম আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয় এর ফ্রেন্ডশিপ ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে জুন) দুড়দুড়িয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লুৎফর মাষ্টার এর আয়োজনে, ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয় মাঠে রুই গাড়ি বনাম আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের ফুটবল প্রীতি ম্যাচ খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয় ,রুই গাড়ি উচ্চ বিদ্যালয় কে ২-১ গোলে পরাজিত করে। রুই গাড়ি উচ্চ বিদ্যালয়ের হয়ে খেলেন অর্পণ সোহাগ, ইলাহি ,অনন্ত ,দুর্জয় মানিক, মারুফ, লিখন, শুভাশিস, আশিক,রুহান ,সম্রাট শাকিল, এবং অপর পাশে আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের হয়ে উক্ত খেলায় অংশ গ্রহণ করেন সজীব, মারুফ, স্বাধীন, কানন রহিম ,সজল ,সাইফুল ,আমিনুল রাইহান, সাগর প্রমূখ।