(চট্টগ্রাম) লোহাগাড়া প্রতিনিধিঃ আরিফুল ইসলাম

 

চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আতিয়ার পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে পাহাড় কাটার অপরাধে ৫ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।অভিযুক্ত জামাল উদ্দিন চরম্বা জান মোঃ পাড়া এলাকার মৃত সোলতান আহমদের পুত্র।অভিযানকালে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, চরম্বা ইউপির চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন , লোহাগাড়া থানার এসআই সাইদুলসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্ল্যাহ জানান, উপজেলার চরম্বা আতিয়ার পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটছিল পাহাড় খেকোরা। সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত জামাল উদ্দিনকে ৫ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!