সুনামগঞ্জ প্রতিনিধিঃ

অর্থনৈতিক ভাবে প্রাণীসম্পদ উন্নয়নে দেশের প্রথম গবেষণাভিত্তিক একমাত্র বেসরকারী প্রতিষ্ঠান লাল তীরের উদ্যোগে সুনামগঞ্জে উদ্যোগতা সৃষ্টি করনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন কর্মী পোষ্ট ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল বুধবার সকালে লালতীরের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিই এর সহযোগিতায় পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার (সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়৷ সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল আউয়াল ভূইয়ার সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইরাস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষক সম্পাদক নিগার সুলতানা কেয়া৷ তিনি তার বক্তব্যে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি জোরদার করনে খামারিদের উৎসাহিত করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুবক-যুবতিদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন৷ তারিই ধারাবাহিকতায় প্রতিটি এলাকায় সফল উদ্যোগতা তৈরিতে আমাদেরকে কাজ করতে হবে৷ এব্যাপারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস৷ উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ফিল্ড কো.অর্ডিনেটর পার্থ কুমার পাল, স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল স্পেশালিষ্ট মোঃ আতিকুর রহমান এরপর কম্পিউটার স্কিনে নানান তথ্য উপাত্ত তুলে ধরেন, মোঃ শাহাদাৎ হোসেন৷ আইডিএ এর মোঃ আসাদুজ্জামান (বিপ্লব) এর সঞ্চালনায় খামারিদের মধ্যে বক্তব্য রাখেন, হাফিজ আলম, সৈয়দ আলম, রমজান আলী, আব্দুল হক, মামুন, জেসমিন আক্তার প্রমুখ৷ এসময় উপস্থিত ছিলেন লাল তীরের সিলেট এরিয়া ম্যানেজার সোহেল তালুকদা, সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার সৈয়দ আহমদ৷ শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুল হান্নায়ান, গীতা পাঠ করেন রেবা বৈদ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!