নিজস্ব প্রতিবেদক লামা,

বান্দরবানে লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বৈক্ষ্যম পাড়া এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা উল্টো ভুক্তভোগি পরিবারকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী মোছাঃ হোসনেয়ারা বেগম বলেন,গত ০১/০৭/২০০৬ সাল থেকে আমার স্বামীর ক্রয়কৃত ও আমার ভোগ দখলীয় ২৯৪ নং দরদরী মৌজার আর /১১৭৩ নং হোল্ডিং এর অন্দর মোট ১.০০(এক) একর ৩য় শ্রেণির জায়গা অন্যায় ও বেআইনি ভাবে দখলে নেওয়ার জন্য প্রতিনিয়ত অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।আমার স্বামী মৃত জোনাব আলী এর নামে ক্রয়কৃত ও আমাদের ভোগ দখলীয় ২৯৪ নং দরদরী মৌজার আর ১১৭৩ নং হোল্ডিং এর অন্দর মোট ১.০০ (এক) একর ৩য় শ্রেণীর জায়গার উপর ( ০৫ টি ) বাড়ি নির্মাণ সহ বিভিন্ন প্রজাতির গাছের বাগান করে পরিবার পরিজন নিয়ে দীর্ঘ বহু বছর যাবৎ ভোগ দখলে স্থীত আছি। ১/সূর্য্য বানু বিবি, স্বামী -মমতাজ আলী,২/ মমতাজ আলী,৩/সুর জামাল, পিতা – মমতাজ আলী, ৪/বুলবুলি, স্বামী -সুর জামাল, ৫/ মোঃ বেলায়েত,পিতা- আলতাফ, ৬/মোঃ ইউছুপ, পিতা- মমতাজ আলী এরা সবাই মিলে জনে বলে বলিয়ান হয়ে আমাকে একা পেয়ে প্রতিনিয়ত আমাকে এবং আমার ছেলে-মেয়েকে খুন -জখমের হুমকি দিয়ে আমাকে আমার জায়গা থেকে উচ্ছেদ ও ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত মৃত্যুর ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

আজ থেকে প্রায় ২৪/০২/২২ ইং তারিখ আমি আমার বাড়ির পার্শে আমাকে সরকারি ভাবে তুত পোকা পালন করার জন্য আমাকে ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা করেন। সেই সুবাদে আমি ২/৩ দিন যাবৎ ধরে তুত পোকা পালন করার জন্য আমার উক্ত হোল্ডিং এর জায়গায় ছোট কাঁচা ঘর নির্মাণ করার জন্য প্রস্তুতি নিয়ে ঘর নির্মাণ শুরু করছিলাম।তারই ধারাবাহিকতায় ঘটনার দিন,তারিখ ও সময় অর্থাৎ ২৪/০২/২২ ইং তারিখ বিকাল অনুমান ৩.০০ টার সময় আমি ও আমার ছেলে – জাহাঙ্গীর আলম ও ছেলের বউ জোসনা বেগম মিলে ঘর নির্মাণ করার সময় ১/সূর্য্য বানু বিবি, স্বামী -মমতাজ আলী,২/ মমতাজ আলী,৩/সুর জামাল, পিতা – মমতাজ আলী, ৪/বুলবুলি, স্বামী -সুর জামাল, ৫/ মোঃ বেলায়েত,পিতা- আলতাফ, ৬/মোঃ ইউছুপ, পিতা- মমতাজ আলী এরা সবাই মিলে যোগাসাজসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেআইনি জনতাবদ্ধে লাঠি-সোঠা ইত্যাদি নিয়ে আমার বর্নিত জায়গায় অনধিকার প্রবেশ করে আমাকে,আমার ছেলে ও আমার ছেলের বউকে অকথ্য অশ্লীল ভাষায় গালমন্দ করে আমাদের কাজে বাঁধা দেয়।এতে আমি তাদের সহিত প্রতিবাদ করলে, মমতাজ আলী ও তার স্ত্রী সূর্য্য বানু আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করার জন্য তেড়ে আসলে আমার ছেলে এবং আমার ছেলের বউ তাদের হাত থেকে আমাকে রক্ষা করতে আসলে, সুর জামাল ও মোঃ ইমরান, আমার ছেলে এবং আমার ছেলের বউয়ের উপর চরম ক্ষিপ্ত হয়ে মারধর করার চেষ্টা করে। ঘটনার একপর্যায়ে এলাকার লোকজন ঘটনাস্থলে আসিতে থাকলে তারা সবাই মিলে একযোগে আমাকে হুমকি প্রদর্শন করে,যে তোর স্বামীকে হত্যা করেছি, বর্তমানে তোদেরকে হত্যা করব,যদি বাঁচতে চাস উক্ত জায়গায় ছেড়ে অন্যত্রে চলে যা, না হয় তোদেরকে মারধর করব,খুন করব, বাড়ি -ঘর আগুন দিয়া জ্বালাইয়া দিব,জায়গা দখল করে নিব,এবং বিভিন্ন মিথ্যা মামলা করিব বলে প্রকাশ্যে দিবালোকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে গেলে তারা আমাকে দেশের আইনের সহযোগিতা নিতে বলে তারপর আমি লামা থানায় ৭জন কে আসামি করে অভিযোগ দায়ের করি যাহাতে ১/সূর্য্য বানু বিবি, স্বামী -মমতাজ আলী,২/ মমতাজ আলী,৩/সুর জামাল, পিতা – মমতাজ আলী, ৪/বুলবুলি, স্বামী -সুর জামাল, ৫/ মোঃ বেলায়েত,পিতা- আলতাফ, ৬/মোঃ ইউছুপ, পিতা- মমতাজ আলী কে আসামি করা হয়েছিল,কিন্তু এই অভিযোগে কিছুই হয়নি, আমরা এই অভিযোগ করে কোন ফল পাইনি আমাদের এই অভিযোগে কেউ সারা দেয়নি, ছেলে জাহাঙ্গীর আলম বলেন,আমাদের এলাকার নাম প্রকাশ আব্দুল খলিল আংকেলের পাহাড়ে কিছু গাছ বিক্রি করেন গোলজার আহমেদ এর কাছে,তারা গাছ কেটে যখন নিয়ে যায় আমাদের বাড়ির উপর থেকে তখন সূর্য্য বানু ও তার পরিবার মিলে ছবি তুলে এবং ভিডিও করে আমাদের নামে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালতে লামায় ১০ জন কে আসামি করে মিথ্যা ফৌজদারি অভিযোগ দায়ের করেন, এই গাছ গুলো আমাদের না অন্যের গাছ দেখিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের কে জেল খাটিয়েছে কিছু দিন আগে আমরা জেল থেকে ছাড়া পেয়েছি। আবার আমাদের কে সূর্য্য বানু সহ তার পরিবার মিলে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে, এর আগে এই জমি নিয়ে বিরোধ ছিল আমাদের সাথে আজ থেকে ১৯/০৭/১২ সালে পরিকল্পিত ভাবে আমার বাবা জুনাব আলীকে হত্যা করেছিল সূর্য্য বানু ও তার পরিবার। এ নিয়ে লামা থানায় একটি এজাহার দায়ের করা হয় এজাহার নং GR-100/p2, এই মামলায় তাদের জেল হয়েছিল, এর পর জেল থেকে ছাড়া পেয়ে আমাদের কে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।

ভুক্তভোগী মোছাঃ হোসনেয়ারা বেগম বলেন,বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন উক্ত ঘটনার পর জানমালের নিরাপত্তাহীনতায় ভোগিতেছি। ইতিপূর্বে আমাদেরকে হয়রানি করার জন্য ১ টি লাইক্ষ্ম মৌজার চৌহদ্দি দরদরী মৌজার চৌহদ্দির সাথে বসিয়ে ও অন্যের পাহাড়ে গাছ কাটার মিথ্যা মামলা দিয়েছে। তার যে কোন সময় আমাকে এবং আমার পরিবারের লোকজনকে খুন-খারাপি, রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটাতে পারে,আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!