তরিকুল ইসলাম,
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন এটি। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এই দিনে লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘’রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’’

রংপুরে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক এই ৭ই মার্চ দিবসটি। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে নগরীর বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পন করে বিভাগীয় ও জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

অন্যদিকে জেলা ও বিভাগীয় প্রশাসনের পুষ্প স্তবক অর্পনের পর থেকেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও রংপুরের সরকারী বেসরকারী অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীরা পুষ্প স্তবক অর্পন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!