তরিকুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার

শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। রংপুরে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর।

শোভাযাত্রা শেষে রংপুর টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এডিএম শাহানজ পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জাতীয় মহিলা সংস্থা রংপুরের চেয়ারম্যান রোজী রহমান, স্বর্ণা নারী এসোসিয়েশন রংপুরের সভাপতি মঞ্জু শ্রী শাহা, রংপুর নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার শিল্পী শিকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এদিকে বেগম রোকয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের ২য় তলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও আন্তর্জাতিক নারী দিবস পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনা সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বিজন মোহন চাকী, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দিপীকা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফ্ফাত আরা বাঁধনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালন কমিটির সদস্য এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
অন্যদিকে নগরীর লালবাগ থেকে পায়রাবন্দ পর্যন্ত একটি সাইকেল সাইকেল রেলি বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!