সেলিম চৌধুরী
ভ্রাম্যমান প্রতিনিধিঃ

রংপুরের গংগাচড়ার গজঘণ্টা, (ভরসার বাজার), জয়দেব পূর্ব পাড়ায় গত ১৪/০৪/২০২৪ ইং রবিবার দুপুর ১২ঃ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
মোঃ সেকেন্দার আলীর ছেলে
ভুক্তভোগী হাঁস খামারি মোঃ মমিনুর রহমান, এর সাথে একই এলাকার প্রতিবেশী মোঃ আজিজুল ইসলাম, (৬২),পিতা মৃত নুরুল হক, মোঃসোহেল মিয়া(৩৬),মোঃসৌমিক (২২)এই তিন জনের সাথে খামার নিয়ে পূর্ব শত্রুতা ছিলো। ঘটনার দিন খামারির প্রায় 20 হাজার টাকা হাঁস তাদের পুকুরে গেলে তারা হাসঁ গুলোকে পুকুরে আবদ্ধ করে রাখে এবং আছার দিয়ে মেরে ফেলে।এসময় মোঃশফিকুল,মোঃবাদল মিয়া ও মোঃসাহেব আলির সামনেই হাসঁ গুলোকে মেরে ফেলে।আর এ কারণে ভুক্তভোগী খামারির বিগত ৫-৬ বছর ধরে গরে তোলা খামারটি এখন হাঁস শুন্য, বর্তমানে জীবিত পাঁচটি হাঁস নিয়ে খামারির পরিবারের দিন কাটছে অনেক কষ্টে, ঐ হাঁসের ডিম বিক্রি করে চলত খামারির পরিবার। ভুক্তভোগী মমিনুর রহমান গণমাধ্যমের সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার দিনেই গংগাছড়া থানায় অভিযোগ দেন তিনি, আর সেদিন থেকে আজ পর্যন্ত বিবাদীগণ আমাকে বিভিন্ন হুমকি-ধানকি, প্রাণ নাসের হুমকি সহ আরো ক্ষতি করবে বলে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসতেছে।
এ ব্যাপারে গংগাছড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন হাসান ভাইয়ের সাথে কথা বললে তিনি জানান – অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইন ও ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!