মোঃ বশির উদ্দিন বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে হলতা বাজারে উপজেলার খাদ্য গোডাউনে কর্তব্যরত উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুমের বিরুদ্ধে তার স্বামীকে দিয়ে নিয়মিত অফিস করানোর অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, দুর্গাপাশা ইউনিয়নের খাদ্যবান্ধন কর্মসূচির ডিলার আলাউদ্দিন সিকদার গোডাউন থেকে চাল নিচ্ছেন। সেখানে উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুম উপস্থিত নেই। তবে তার অবর্তমানে তার চেয়ারে বসে স্বামী চাল ডেলিভারি দিচ্ছে। অভিযুক্ত উম্মে কুলসুম উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গোডাউনে উপখাদ্য পরিদর্শকের দায়িত্বে রয়েছেন। তার স্বামীর বাড়ি বাউফল উপজেলার কালিসুরি গ্রামে। তিনি স্ত্রীর চাকরির সুবাদে হলতা গোডাউনেই বসবাস করেন। হলতার স্থানীয়দের কাছে দুলাভাই নামেই পরিচিত তিনি। পেশায় একজন পল্লী ভেটেরিনারিয়ান। গোডাউনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, উপখাদ্য পরিদর্শকের স্বামী একজন পল্লী ভেটেরিনারিয়ান। সে সরকারি গোডাউনে বসে। প্রায় সময় গরু, ছাগল, হাঁস, মুরগির চিকিৎসা করেন। যেখানে সাধারণ জনগণ অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। উপখাদ্য পরিদর্শক স্ত্রীর দায়িত্ব পালন করেছেন স্বামী টিসিবির চালে নয় ছয়ের অভিযোগ ডিলারের বিরুদ্ধে ভিডিওতে দেখা যায়, উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুমের চেয়ারে বসে তার স্বামীকে কাজ করতে। গোডাউনে ঢুকে প্রথমে তার পরিচয় জিজ্ঞেস করা হয় । তিনি মুখে মাস্ক পরে ছিলেন। পরিচয় জিজ্ঞেস করলে কোনো উত্তর দেননি। পাশে বসে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার উত্তরে বলেন, উনি ম্যাডামের স্বামী, ম্যাডাম একটু বাইরে গেছেন। উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুমের কাজ অবর্তমানে তার স্বামী করতে পারবে কিনা অথবা গোডাউন দিয়ে চাল ডেলিভারি দেওয়ার নির্দেশ আছে কিনা জানতে চেয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা রুবিনা পারভিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের সরকারি গোডাউনের কোনো কর্মকর্তা কর্মচারী ব্যতিত বাইরের কেউ গোডাউন থেকে চাল, গম কোনো কিছুই ডেলিভারি দেওয়ার নির্দেশনা নেই। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের নিকট স্ত্রীর পরিবর্তে স্বামী সরকারি গোডাউন কাজ করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারি গোডাউনের ভিতরে ঢুকে বাইরের কেউ চাল গম কোনো কিছুই ডেলিভারি দেওয়ার ক্ষমতা রাখে না। গোডাউনের কর্মকর্তা কর্মচারী ছাড়া । বিষয়টি শুনেছি, তদন্ত করে অবশ্য‌ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!