সাইদুর রহমান সাজু / নুরনবী রহমান বগুড়া থেকেঃ

দারিদ্রতার কষাঘাতে জরজড়িত প্রতিবন্ধী মিনহাজ, জীবনের ঝুঁকি নিয়ে ভিক্ষা করছে মহাসড়কের মাঝ খানে বসে, সকলের সহযোগীতায় ভালভাবে বাঁচতে চায়।

আজ এমন একজন প্রতিবন্ধীর কথা বলব যার জন্মই প্রতিবন্ধী হয়ে। নাম মিনহাজ(২২), পিতা মৃত বেলাল হোসেন, সাং আমুদপুর, উপজেলা গাবতলী, জেলা বগুড়া। ভিটামাটি, ঘর বাড়ীহীন দরিদ্র পরিবারে আছে তারা দুই ভাই, বিধবা মাতা, মানসিক ভারসাম্যহীন স্ত্রী, ওদেড় ঘরে রয়েছে একজন পুত্র সন্তান। তার পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি সে নিজেই। জন্মের কয়েক বছর পরই তার বাবা মারা যায়। দারিদ্রতার কষাঘাতে জরজড়িত তার পরিবার। বুদ্ধি হওয়ার পর থেকেই সে বিভিন্ন এলাকা ও মহাসড়কের মাঝে বসে ভিক্ষা বৃত্তি করে সংসার চালায়। গত ১১/১০/২০২২ ইং তারিখে হঠাৎ তাকে বগুড়ার চন্ডিহারা বালিকা বিদ্যালয়ের সামনে মহাসড়কের মাঝ খানে জীবন মরনের ঝুকি নিয়ে তাকে ভিক্ষা করতে দেখা যায় । সে প্রতিদিন জীবন মরনের ঝুকি নিয়ে ভোর ৬ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মহাসড়কের এ স্থানে ভিক্ষা করে। ২/১ শত টাকা যা পায় তাই দিয়ে খেয়ে না খেয়ে তার সংসার চালায়। মিনহাজ জানায় আমি আর এভাবে বাঁচতে চাই না, দেশ বিদেশের অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, যারা আমাকে অর্থনৈতিক ভাবে একটু সহযোগীতা করলে থাকার মত ২/১ টি ঘর ও ষ্টলে একটি দোকান দিয়ে জীবন চালাতে পারি। প্রতিবন্ধী মিনহাজের এ আকুতি পূরণ করতে আসুন, আমরা তার পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেই। তাকে সহযোগীতা করতে চাইলে তার মোবাইল নম্বরে ০১৭৭৮০৬১৭১১ – এ যোগাযোগ করে সহযোগীতা করিতে পারি । আমাদের একটু সহযোগীতায় পিতৃহীন প্রতিবন্ধী মিনহাজ ভিক্ষাবৃত্তি ছেড়ে ভালভাবে জীবন ধারণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!