তারেক আজিজ চৌধুরী,স্টাফ রিপোর্টার

নবাব সরফরাজ খান নবাব মুর্শিদ কুলি খানে দৌহিত্র ও সফল নবাব সুজা উদ্দিনের পুত্র ২৯ এপ্রিল ২০২৩ শনিবার বিকেল ৫টায় নবাব সরফরাজ খান ফাউণ্ডেশন উদ্যোগে নবাব সরফরাজ খান এর ২৮৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক নাগরিক আলোচনা সভা দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড. মো. আবু তারিক। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নবাব সরফরাজ খান এর বংশধর মোশাররফ হোসেন খান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক কবি অশোক ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী, নবাবের বংশধর অধ্যক্ষ মোহাম্মদ আলী সহ প্রমুখ।

নবাব সরফরাজ খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ব খান চৌধুরী ইতিহাস ঐতিহ্য পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা মুহাম্মদ নাছের খান চৌধুরী,সমন্বয়ক মুহাম্মদ জয়নাল খান চৌধুরী, সমন্বয়ক নিলুফা নীলা খানম চৌধুরী, রুবেল খান চৌধুরী, পাবেল খান চৌধুরী সহ খান চৌধুরী পরিবার। আলোচনা সভায় বক্তারা বলেন খান চৌধুরী পরিবারের নবাব সুজাউদ্দিম খান যার আমলে ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত সেই সাথে বাংলার বিহার উরিষায় যে সুখ শান্তি সমৃদ্বি বজায় ছিল অগ্রগতির এবং উন্নয়নের প্রকৃতি বজায় ছিল তা কালক্রমে জাতির সামনে তুলে ধরতে হবে। বক্তরা আরে বলেন ঢাকায় বসবাসরত তাদের বংশধরগনকে একত্রিত করে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে নবাব সরফরাজ খানের ইতিহাস ঐতিহ্যকে। সভায় নবাব সরফরাজ খানের ইতিহাস ঐতিহ্যকে ঢাকার এক সেমিনারে তুলে ধরার জন্য স্বদেশ বিচিত্রার সম্পাদক মন্ডলী,নবাব সরফরাজ খান ফাউন্ডেশন এর নেতৃত্ববৃন্দ সেমিনার আয়োজক,আলোচক এবং উপস্থিতি সকল কে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব খান চৌধুরী ইতিহাস ঐতিহ্য পরিষদ প্রতিষ্ঠাতা নাছের খান চৌধুরী সহ সমন্বয়ক কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!