চট্টগ্রাম প্রতিনিধি

দেশে দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির লক্ষ্যে শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্ট্রের পরিচালনায় যাত্রা শুরু করেছে শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল। ১১ মার্চ শনিবার সকালে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের কার্যক্রম শুভ উদ্বোধন করেন শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্ট্রের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্ট্রের পৃষ্ঠপোষক সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) কর্তৃক গৃহীত মানবকল্যাণমূলক নানা কর্মসূচির মধ্যে ড্রাইভিং স্কুল চালু একটি। ড্রাইভিং স্কুলের মাধ্যমে আমরা দেশে আত্মনির্ভরশীল, দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরি করতে চাই।  এসময় উপস্থিত ছিলেন শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্ট্রের সদস্য মেজবাউল আলম শৈবাল, শেখ শাকিল মাহমুদ, শাহ্ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের পরিচালক সামসুদ্দীন চৌধুরী, মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর জারশেদ খান, চট্টগ্রাম বিভাগীয় মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, নুর উদ্দিন চৌধুরী, আব্দুল হাদী দুলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!