নিজস্ব প্রতিবেদক । গত (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন মধ্য জুলাইয়ে দেশের অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদ ও সাত পৌরসভাসহ বেশ কিছু শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন খবর জানার পরপরই সিরাজগঞ্জের তাড়াশে নবগঠিত তাড়াশ পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা দৌড় ঝাপ শুরু করেছেন। তাদের মধ্যে নবগঠিত তাড়াশ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রত্যাশী তৃণমূল রাজনীতিতে তারুণ্যের প্রতীক মোঃ রাহুল সরকার মোমিন।

ছাত্র রাজনীতির মধ্যদিয়ে রাজনীতিতে আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে তিনি পরিচিত। রাহুল সরকার মোমিন তাড়াশ সদরের সাবেক ১নং / – ৩ নং ওয়ার্ডের আলহাজ্ব আব্দুল সরকারের চার সন্তানের ভিতর তিনি ছোট। আলহাজ্ব আব্দুল সরকার উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছে, আওয়ামী লীগের দুঃসময়ের জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে, ওনার বড় ছেলে মোঃ মিঠু সরকার তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের  সাবেক সভাপতি, বর্তমান উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক। তাড়াশ পৌরসভা মেয়র পদে  দলীয় মনোনয়ন প্রত্যাশী, রাহুল সরকার মোমিন তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি দায়িত্বে ছিলেন। উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি ছিলেন।  বর্তমানে তাড়াশ সিএনজি মালিক সমিতি  সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছে। ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে।

জানা যায়, আগামী তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী, তারুণ্যের অহংকার বর্তমান সময়ের সাহসী নেতা বিএনপি-জামাতের আতঙ্ক। নির্বাচন হওয়ার সম্ভাবনা জেনে পাড়া-মহল্লায় ও হাটবাজারে জনগনের সঙ্গে মতবিনিময় এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। তবে পৌরসভা মেয়র হিসেবে ইয়ং ছেলে মেয়েদের ভিতরে রাহুল সরকার মোমিনকে নিয়ে আনন্দিত ও উজ্জীবিত তারা।

মোঃ রাহুল সরকার মোমিন, পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা দূরীকরণের প্রতিশ্রুতি দিয়ে আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করতে চান তিনি। বিভিন্ন  উন্নয়ননমূলক কাজে অংশগ্রহণ করেন। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। প্রধানমন্ত্রী জনো নেত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিলে। আমি তাড়াশ পৌরসভার প্রত্যন্ত জনপদ ও নির্বাচনি এলাকায় জনকল্যাণমূলক কাজ ও উন্নয়নের ধারা অবহ্যত রাখতে নিরলসভাবে কাজ করে যাব। জনগণ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি সকলকে সাথে নিয়ে পৌরবাসীকে মডেল পৌরসভা উপহার দেব।

আসন্ন পৌরসভা নির্বাচন বিষয়ে গত (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন। পৌরসভা সহ বেশ কিছু শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একেকটি নির্বাচন একেক সময়ে হবে। এর মধ্যে পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে। পৌরসভা আছে ৭টি, ইউনিয়ন পরিষদ সংখ্যা এখনও নির্ধারিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!