মো: শরীফ আহমেদ স্টাফ  রিপোর্টার:

সিরাজগঞ্জের তাড়াশে (২৪ফেব্রুয়ারি) শনিবার সকালে উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ৫০ একর বন্টক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৩ আসনের মাননীয়  জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,  মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ সহ আরো অনেকেই।

প্রসঙ্গত, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ৩০জন কৃষক ট্রে-পদ্ধতিতে বীজ বপন করছেন ও ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!