সুনামগঞ্জ প্রতিনিধি:-

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় আওয়ামী লীগের এি বার্ষিক সম্মেলন কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় চেয়ারকে ঢাল বানিয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কেন্দ্রীয় নেতারা।
সোমবার দুপুরে দিরাই উপজেলার বিএডিসির মাঠে কেন্দ্রীয় নেতাকর্মীরা মঞ্চে ওঠার পরপরই এ সংঘর্ষ শুরু হয়।
এসময় মঞ্চে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকেন আওয়ামী লীগের আরেক অংশের নেতা কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগ সুএে জানা যায়, সম্মেলন শুরু হওয়ার পর পরই বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে আসেন পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া। এর পরপরই কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে উনার সমর্থকরা।তিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। এ সময় কেন্দ্রীয় নেতারা বসার চেয়ার মাথায় নিয়ে আত্মরক্ষা করেন।পরে পুলিশ এসে তাদের নিরাপদে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের এিবার্ষিক সম্মেলনে সুনামগঞ্জের দিরাই বিএডিসির মাঠে হামলার সময় চেয়ার মাথায় নিয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন কেন্দ্রীয় নেতারা।
মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, সম্মেলন শুরুর পরপরই কিছু ইটপাটকেল ছুঁড়ার ঘটনা ঘটেছে।তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!