কলমেঃ রনী খাতুন
তাংঃ ১৮/০৩/২০২৪ ইং

কী অদ্ভুত শিকলে বাঁধা পড়ে গেছি আমরা,
প্রসঙ্গটা যেখানে বাঁচা মরার সেখানে শোষণের বেড়াজালে আটকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি প্রতিনিয়ত আঘাত হানছে।
একশ্রেণির নির্লজ্জ কালোবাজারি ভয়ংকরভাবে মানুষের জীবন মৃত্যু খেলায় মেতে উঠেছে।
এখনও বাংলাদেশের আনাচে কানাচে প্রতি ইঞ্চি জমিতে সোনার ফসল ফলে।
গাছে গাছে ফলে নানা উপাদেয় ফল।
আজও গ্রামবাংলার প্রতিটি ঘর হালাল পশুপাখির শীতল আবাসস্থল।

অথচ প্রাণঘাতী ফরমালিন কার্বোক্সিসহ নানা বিষাক্ত রাসায়নিকের মিশ্রণ বেড়েই চলেছে।
এহেন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বরশুলো আজ ওদের কালো থাবায় জিম্মি।
ফলে ক্যান্সার টিউমারের মতো কঠিন রোগের জীবাণুরা বেশ নান্দনিকভাবেই বাসা বেঁধে চলেছে সব বয়সী মানুষের দেহে।
আর প্রতিদিন বহু তাজা প্রাণ অসময়ে ঢলে পড়ছে মৃত্যুর কোলে।

হে সাধারণ জনতা, এ ঘৃণ্য অন্যায়কে আর মুখ বুঁজে সহ্য করো না,
তোমরা অন্ততঃ দেশ ও জাতির জানমাল রক্ষায় সৌখিন দামী খাবারগুলোকে সম্পূর্ণ বর্জন করে নীরব প্রতিবাদে শরীক হও।

প্রতিবেদক: মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
দৈনিক প্রতিবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!