মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী ও তিন তিন বারের ভোটের মাধ্যমে নির্বাচিত সাবেক চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী বলেছেন,অসৎ মানুষেরা সব সময় সুযোগ সন্ধানী হয়ে থাকে। তারা মুখোশধারী। তাদের কাছে সাধারণ জনগণ ও মেহনতী মানুষের কোনো দাম থাকে না। ভোট আসলে তারা মানুষের কাছে যাওয়া-আসা করে। এধরনের মানুষ থেকে আপনারা সব সময় দূরে থাকুন। তিনি আরো বলেন আমি সুযোগ সন্ধানী নেতা নই। আমি গরীব-দুঃখী,মেহনতী ও সাধারণ জনগণের নেতা হতে চাই। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাগিছাহাট,আবদুল বারী হাট,ভগবান হাট,নাজির হাট,আশরাফ মোহিরী হাট,সাতবাড়িয়া আরশীহা পাড়া,বহরম পাড়া ও বৈলতলী এলাকায় গণসংযোগ কালে এলাকা বাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,আপনারা এমন মানুষকে ভোট দিবেন যারা সব সময় মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করবে। গরীব দুঃখী মেহনতি মানুষের কথা শুনবে। যোগ্য মানুষ দেখে ভোট দেওয়া এটাও একটা ঈমানের অংশ। ভোট আপনার অধিকার। আপনার অধিকার আপনি নিজেই ভোট সেন্টারে গিয়ে ভোট প্রয়োগ করবেন। তাই আপনারা যাকে যোগ্য মনে করবেন,তাকেই ভোট দেবেন। নির্বাচন এলে অতিথি পাখির মতো অনেকে অনেক প্রতিশ্রুতি দিতে আসে এবং দিয়ে থাকে। আমি আপনাদের কাছে অতিথিও নয়, অতিথি পাখিও নয়। তাই আমি সুযোগ সন্ধানী নেতা না হয়ে গরীবের বন্ধু হতে,গরীবের এমপি হতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। তাই আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সেবক হিসেবে আপনাদের পাশে রেখে আমাকে কাজ করার সুযোগ দিন। এসময় জনসংযোগ আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,আ.লীগ নেতা শেখ টিপু চৌধুরী,আয়ুব মেম্বার,যুবলীগ নেতা চৌধুরী আমিন মোহাম্মদ সাইফুউদ্দিন,মোজাম্মেল হোসেন তালুকদার,আজিজ মেম্বার,কুতুব উদ্দিন,আবদুর রহমান,বোরহান উদ্দিন গিফারী,মো.ফরমান,আবুল বশর,মো.ফিরোজ, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!