স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল নারীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। কবি সাংবাদিক এ, নাসরিন সরমিন, তিনি বলেন, ৮ ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পৃথিবীর সব দেশে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই একটি দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে হোক। তাই বলে আমাদের নারীদের শুধুমাত্র বছরে একদিন নারী অধিকার আদায়ের চেষ্টা করলে হবে না। এটা আমাদের প্রতিদিনের লড়াই।তিনি বলেন নারী অধিকার পেতে হলে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। অন্যের উপর নির্ভর করলে হবে না। নারীকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সারা বিশ্বে নারীরা এগিয়ে আছেন তাদের শিক্ষা ও কর্ম দক্ষতায়, জ্ঞান বুদ্ধিতে। এবার আসা যাক আমাদের দেশ বাংলাদেশের নারীদের অবস্থার কথা। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, মাননীয় স্পীকার শিরিন শারমিন একজন নারী, লেখালেখি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা সব কিছুতেই নারীরা যুক্ত আছেন এবং দক্ষতার সাথে কাজ করছেন। এরকম আরও বহু উদাহরণ দেওয়া যাবে যেখানে নারীরা দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি আরও বলেন , অতএব, ভুলে গেলে চলবে না আমরা নারীরা সংসার সামলে প্রধানমন্ত্রীর কাজও করতে পারি। মনে সাহস আর প্রবল ইচ্ছে থাকলে আমরা নারীরা আরও এগিয়ে যেতে পারবো। তিনি বলেন কেউ কাউকে অধিকার হাতে তুলে দেয় না। অধিকার আদায় করে নিতে হয়। নিজের অধিকার নিজে বুঝে নিতে হয়। আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের প্রতি অজস্র শুভ কামনা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!