
পুলিশ কো-অপারেটিভ সোসাইটি সিরাজগঞ্জ এর শেয়ার সার্টিফিকেট বিতরণ
রবিবার (৩১ জুলাই) পুলিশ লাইনস শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেডে পুলিশ কো-অপারেটিভ সোসাইটি সিরাজগঞ্জ এর শেয়ার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কো-অপারেটিভ সোসাইটির (পুলিশ ক্যাফে” ও “পুলিশ মার্ট) প্রতিষ্ঠাতা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হাসিবুল আলম, বিপিএম মহোদয়। এ সময় তিনি গঠনকৃত কো-অপারেটিভ সোসাইটির ৩২২ জন শেয়ার হোল্ডার পুলিশ সদস্যদেরকে ১০ দশ হাজার টাকার সার্টিফিকেট প্রদান করেন।
উল্লেখ্য, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে গঠন করেছে পুলিশ কো-অপারেটিভ সোসাইটি। এ সোসাইটির আওতায় স্থাপন করা হয়েছে “পুলিশ ক্যাফে” ও “পুলিশ মার্ট”। এখান থেকে প্রাপ্ত লভ্যাংশ প্রত্যেক শেয়ার হোল্ডারদের কমিউনিটি ব্যাংকের একাউন্টে পৌঁছে দেওয়া হবে।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ, সকল থানার অফিসার ইনচার্জ, শেয়ার হোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।