
পদ্মা সেতু উদ্বোধন।
“যতবারই হত্যা করো, জন্মাবো আবার; দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস”
শেখ হাসিনা।
সেতু উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ঝংকার নবীন সংঘের আয়োজনে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার কে সংর্বধনা প্রদান করা হয়।
জয়তু জননেত্রী শেখ হাসিনার জন্য আজ বাংলাদেশ ও বিভিন্ন জনসাধারণ ধন্য।
এ আলো বিশ্বাসের আলো
এ আলো কোটি মানুষের জীবনে উন্মোচন করবে সম্ভাবনার নতুন দিগন্ত
দেশি-বিদেশী ষড়যন্ত্রের উল্লাসে সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন দৃঢ়চেতা শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ মাথা নোয়াবার নয়! বলেছিলেন- আমাদের সেতু আমরাই বানাবো। তিনি তাঁর কথা রেখেছেন। সব শংকা, দোলাচল, মিথ্যা অপবাদ পরাজিত করে কোটি মানুষের স্বপ্নের সেতু আজ সগৌরবে দাড়িয়েছে প্রমত্তা পদ্মার বুকে।
জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে, বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জন। আমি বাংলার বুকে জন্ম হওয়ায় গর্বিত।