
সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন খান (৬০) আর নেই। তিনি বৃহস্প্রতিবার বিকেল ৩ টার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্না লিল্লাহি——–রাজিউন)।
তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড় মহল্লার মৃত হাতেম আলী খানের ছেলে। তার মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্প্রতিবার দুপুর আড়াইটার দিকে তার বুকে ব্যাথা অনুভব করেন। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। আগামীকাল শুক্রবার বাদ জুমা জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন্য করা হবে।
এদিকে তার মৃত্যুতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোকতাল হোসেনসহ অনান্য নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।