
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাওইকোলা গ্রাম থেকে যুবক আরিফুল ইসলামের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএসসি পাস করার পর ওই বেকার যুবক অটোভ্যান চালায় এবং কয়েক মাস ধরে সে তার পছন্দের একটি মেয়েকে বিয়ের কথা বলছে। কিন্তু পারিবার থেকে এ বিয়ের সম্মত ছিল না।
ধারণা করা হচ্ছে, এরই জের ধরে বৃহস্প্রতিবার গভীর রাতে সে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করে। তবে তার পরিবারের পক্ষ থেকে এটি খুন বলে দাবী করছে।
পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।