সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোন্তা বাজারে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেয়া হয়েছে।

‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় আব্দুল লতিফ গণপাঠাগারের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

ওই পাঠাগারের সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই পাঠাগারের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ সরকার, সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, সদস্য আব্দুল খালেক, আরমান সরকার, সবুজ শাহরিয়া, বুলবুল আহম্মেদ, সবুজ আহমেদ, ওমর ফারুক ফারাবী, নাজিম উদ্দিন প্রমূখ।

এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইপাঠের প্রতিযোগিতা দেয়া হয়। এ পাঠ কার্যক্রমে পাঠাগারের ৩৫ জন সদস্য অংশ নেয়। এর মধ্যে সেরা ৩ জন সদস্যর হাতে নগদ অর্থ ও পুরস্কার তুুলে দেয়া হয়। এ সময় এলাকার স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!