সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমান জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‌্যাব-১২।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

 

এরই ধারাবাহিকতায় ১৬/১০/২০২২ ইং তারিখ রাত ১৯.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান পরিচালনা করে বাংলাদেশী ৪৭০ টি ১০০/- টাকার জাল নোট মোট ৪৭,০০০/-(সাতচল্লিশ হাজার) জাল টাকাসহ ০১ জন গ্রেফতার করেছে।

 

 

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ তাওহিদুল ইসলাম ফয়সাল, পিতা- মোঃ ওসমান মোল্যা, সাং- চালিনগর, থানা- বোয়ালমারী, জেলা-ফরিদপুর।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই জাল নোট ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: