
দেখতে দেখতে শেষ হয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) এবারের আসর। ১৪তম আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে নবাগত ক্লাব গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
প্রথমপর্বের খেলায় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সবার আগেই প্লে-অফপর্ব নিশ্চিত করেছিল গুজরাট টাইটান্স। তাদের পরেই অবশ্য অবস্থান ছিল রাজস্থান রয়্যালসের।
পয়েন্ট টেবিলের শীর্ষ দল হওয়ায় প্রথম কোয়ালিয়ার ম্যাচে মাঠে নামেব গুজরাট-রাজস্থান। ওই ম্যাচে গুজরাটের বিপক্ষে জিততে পারেনি স্যাঞ্জু স্যামসন বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৩ রান তুলে রাজস্থান। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় হার্দিক পান্ডিয়া বাহিনী।
অবশ্য দ্বিতীয় কোয়ারিফায়ার ম্যাচে আর ভুল করেনি রাজস্থান। ওই ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৫৭ রান তুলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। রান তাড়া করতে নেমে ১১ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।