
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউপির বৈকুন্ঠপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহাব গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত ১২ টায় বৈকুন্ঠপুর গ্রাম এলাকায় রায়গঞ্জ রোড এর পাশে নষ্টা মেয়ে নিয়ে কূকর্ম করার সময় রাস্তায় চলাচল করা পথচারীরা টের পেয়ে ধাওয়া করলে রাতের অন্ধকারে মেয়েটি পালিয়ে যায় এবং ওয়াহাব দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলে জনতা হাতে নাতে ধরে ফেলে এবং সারারাত আটকে রেখে সকালে রায়গঞ্জ থানা প্রশাসনের হাতে তুলে দেয় পরে প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করে জেল হাজতে প্রেরন করে। এদিকে ঘটনার দিন বৈকুন্ঠপুর স্কুল সংলগ্ন বাজার এলাকায় গিয়ে জানতে চাইলে সোহেল, দুলাল,আবদুল মান্নান সহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেক জনতা ঘটনা সত্যতার বর্ননা দেন।
এব্যাপারে এলাকার সচেতন জনতার মুখে মুখে একটি রব উঠেছে। ওয়াহাব মাষ্টার এর ছোট ভাই মুকুল হোসেন এর সাথে কথা বলে জানা যায় তিনি বলেন এব্যাপারে করো কোন অভিযোগ নেই ঘটনা সঠিক নয়। তাহলে রাত ১২ টায় ওয়াহাব মাষ্টার রাস্তার পাশে ওখানে কেনো গিয়েছিল জানতে চাইলে সঠিক উত্তর দিতে পারেনি। ঘটনায় এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।